কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার সিংহভাগই শিশু ও কিশোরী। কেবল জুন মাসেই ধর্ষণের শিকার ৬৫ জন, যার মধ্যে ৪৩ জনই শিশু। এমনকি ধর্ষণের পর প্রাণ হারিয়েছে তিনজন, যাদের দুজনই শিশু।
১ ঘণ্টা আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
৪ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সিদ্ধান্ত, যার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। ভাড়া বাবদ প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, যা রেলের আয় বাড়িয়েছে। তা ছাড়া আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন যাত্রী চাহিদা তুলনামূলক কম থাকে...
৪ ঘণ্টা আগেমানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ও বাংলাদেশ সরকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার মিশন খোলা হবে।
৯ ঘণ্টা আগে