কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতার মধ্যে দুই দেশের নেতারা গতকাল রোববার অন্তত একটি বিষয়ে প্রায় অভিন্ন মত ব্যক্ত করেছেন। তা হলো, তাঁরা সবাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বিভিন্ন দেশের নেতারা এসব কথা বলেন।
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ এরই মধ্যে আঞ্চলিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দেশের অংশীদারত্বের ধারাবাহিকতায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত নির্বাচনের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে পাঠানো এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দুই দেশের সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, তিনি কৌশলগত অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত আছেন।
দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা টুইটার ও টেলিগ্রামে প্রকাশ করেছে ঢাকার দেশটির দূতাবাস। বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা গড়ে তোলার ধ্যানধারণার সঙ্গে সমন্বিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁর বিবৃতিতে বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সমন্বয়ে বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে গেছে।
কোভিডের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রচারের ক্ষেত্রে অর্জিত সাফল্যের উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে চায়।
গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশ নিজের বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ মার্কিন মন্ত্রীর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাঁর দেশের ‘প্রতিবেশী সবার আগে’ নীতিতে বাংলাদেশ একটি মজবুত খুঁটি হয়ে রইবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বিবৃতিতে বলেন, ৫২ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে দাঁড়ানো এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের উদ্যোগ বাংলাদেশের জন্য বড় মাপের সাফল্য।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর।
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করা শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে কর্তৃপক্ষ নির্ধারিত হারে বাড়িভাড়া না কাটায় দুই অর্থবছরে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২৬ কোটি টাকার বেশি। এই ১০ টিসহ ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষায় ১৮৭টি অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মে মোট আর্থিক ক্ষতি ১ হাজার...
৭ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি, যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায়বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে...
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস চান দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সক্রিয় করা হোক। সার্ক সক্রিয় করার প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থার স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে সংস্থার প্রোগ্রামিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। ২৮ থেকে ৩০ এপ্রিল নেপালের...
৮ ঘণ্টা আগেদেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ), জাপানের শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান পেন্টা-ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টিওএ করপোরেশনের যৌথ উদ্যোগে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের...
৯ ঘণ্টা আগে