Ajker Patrika

দেশে লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে: সিপিবি নেতা প্রিন্স

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫: ৪০
দেশে লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে: সিপিবি নেতা প্রিন্স

দেশে লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও প্রবাসীরা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছেন, কিন্তু দেশের সম্পদ পাচার থামেনি। দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কিন্তু গণতন্ত্রহীনতা ও সাম্প্রদায়িকতার নির্বাপণ এখনো আমরা করতে পারি নাই। দেশে লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে।’

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘এখনই আমাদের নতুন করে শপথ নিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের যে অর্থ পাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। আমাদের কমিউনিস্ট পার্টি এই শপথ নিয়েই স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে।’ 

এ সময় তাঁর সঙ্গে সিপিবির কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত