কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলাদা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। আজ রোববার উপজেলা বিএনপির দুটি পক্ষ স্মৃতিসৌধে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্য দেখা গেছে উত্তেজনা।
আজ সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের একাংশ উপজেলা পরিষদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কোহিনুর আলম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুরুল ইসলাম খোকন, বিএনপি নেতা আনারুল ইসলাম, মিজানুর রহমান, বাপ্পা, উপজেলা যুব দলের যুগ্ন-আহ্বায়ক আকবর হোসেন, আছাদুল ইসলাম, ছাত্রদলের সদস্যসচিব মাহমুদ হাসান।
অপর দিকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুলের নেতৃত্বে উপজেলা বিএনপির আরেকটি পক্ষ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা, কামরুল ইসলাম খান, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা জাসাসের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক তহীদুর রহমান, শ্রমিক দলের নেতা গোলাম মোস্তফা।
আলাদা কর্মসূচি নিয়ে জানতে চাইলে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুল বলেন, ‘এম এ হাসানের সহযোগী মো. মনিরুজ্জামানের আপন ভাই কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান। ভাইয়ের কারণে বিএনপি নেতা এখন ওই এলাকার নিয়মিত সালিশ করছেন। তিনি দলের মধ্যে থেকেও আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছেন। এ সবের প্রতিবাদ করায় মূলত তাঁরা আমাকে অপছন্দ করছেন।’
এ নিয়ে যুগ্ন-আহবায়ক এম এ হাছান বলেন, ‘দলের ভিতরে দীর্ঘদিন ধনে এক কেন্দ্রিক নেতৃত্ব গড়ে উঠায় নেতা-কর্মীরা পরিবর্তন চাইছেন। এ ছাড়া যুগ্ন-আহ্বায়ক বাবুলকে অনেকেই পছন্দ করেন না। তাই আলাদা হয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম বলেন, ‘কয়রায় আলাদা কর্মসূচির বিষয়টি আমার জানা নেই। খুলনা ও খুলনা মহানগরের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের দেওয়া হয়রানিমুলক মামলাগুলো পরিচালনার দায়িত্ব আমার উপর। তাই আমি এলাকায় থাকতে পারি না। আমি এলকায় থাকলে এরকম হতো না। আশাকরি ভাল সময় আসলে দলের ভিতর বিভক্তি থাকবে না।’
এ বিষয়ে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ছাড়া এ সরকার পতনের কোনো সম্ভাবনা নেই। কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক এলাকায় না থাকায় যুগ্ম আহ্বায়কদের মধ্যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা শিগগিরই বিবদমান দুই পক্ষের সঙ্গে বসব। তখন সব ভুল–বোঝাবুঝির অবসান হবে।’
খুলনার কয়রায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে আলাদা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির দুটি পক্ষ। আজ রোববার উপজেলা বিএনপির দুটি পক্ষ স্মৃতিসৌধে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্য দেখা গেছে উত্তেজনা।
আজ সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের একাংশ উপজেলা পরিষদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কোহিনুর আলম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুরুল ইসলাম খোকন, বিএনপি নেতা আনারুল ইসলাম, মিজানুর রহমান, বাপ্পা, উপজেলা যুব দলের যুগ্ন-আহ্বায়ক আকবর হোসেন, আছাদুল ইসলাম, ছাত্রদলের সদস্যসচিব মাহমুদ হাসান।
অপর দিকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুলের নেতৃত্বে উপজেলা বিএনপির আরেকটি পক্ষ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা, কামরুল ইসলাম খান, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি এম রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা জাসাসের সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক তহীদুর রহমান, শ্রমিক দলের নেতা গোলাম মোস্তফা।
আলাদা কর্মসূচি নিয়ে জানতে চাইলে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বাবুল বলেন, ‘এম এ হাসানের সহযোগী মো. মনিরুজ্জামানের আপন ভাই কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান। ভাইয়ের কারণে বিএনপি নেতা এখন ওই এলাকার নিয়মিত সালিশ করছেন। তিনি দলের মধ্যে থেকেও আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করছেন। এ সবের প্রতিবাদ করায় মূলত তাঁরা আমাকে অপছন্দ করছেন।’
এ নিয়ে যুগ্ন-আহবায়ক এম এ হাছান বলেন, ‘দলের ভিতরে দীর্ঘদিন ধনে এক কেন্দ্রিক নেতৃত্ব গড়ে উঠায় নেতা-কর্মীরা পরিবর্তন চাইছেন। এ ছাড়া যুগ্ন-আহ্বায়ক বাবুলকে অনেকেই পছন্দ করেন না। তাই আলাদা হয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম বলেন, ‘কয়রায় আলাদা কর্মসূচির বিষয়টি আমার জানা নেই। খুলনা ও খুলনা মহানগরের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের দেওয়া হয়রানিমুলক মামলাগুলো পরিচালনার দায়িত্ব আমার উপর। তাই আমি এলাকায় থাকতে পারি না। আমি এলকায় থাকলে এরকম হতো না। আশাকরি ভাল সময় আসলে দলের ভিতর বিভক্তি থাকবে না।’
এ বিষয়ে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ছাড়া এ সরকার পতনের কোনো সম্ভাবনা নেই। কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক এলাকায় না থাকায় যুগ্ম আহ্বায়কদের মধ্যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা শিগগিরই বিবদমান দুই পক্ষের সঙ্গে বসব। তখন সব ভুল–বোঝাবুঝির অবসান হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১৮ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২৮ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩৫ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৪৩ মিনিট আগে