Ajker Patrika

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা
গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করে। সাধারণত বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল।

গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত এ ডুডল দেখা যাবে। ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ডুডলে ক্লিক করলে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত