সেতুর কাছে বন্ধু পদ্মার বেদনাবিধুর চিঠি
একের পর এক লিড নিউজের বদৌলতে জানতে পারছি, তোমার ওপর নানা নামের ফেরারির ধকল যাচ্ছে। এ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে তোমার ওপর আমার এটুকু বিশ্বাস আছে, ধাক্কা খেতে খেতে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এর মাঝেও কখনো হতাশা এলে স্মরণ করবে, ‘যতবার...