Ajker Patrika

পদ্মাসেতুর পিলারে ফেরির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৯: ২২
পদ্মাসেতুর পিলারে ফেরির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি: সেতুমন্ত্রী

পদ্মাসেতুর পিলারে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিভিন্ন গণমাধ্যমে পদ্মাসেতুর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার খবর দেখে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। 

তবে ভিডিওতে ধাক্কা লাগতে দেখা যাওয়ায় সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দেন মন্ত্রী। এখানে কোন ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের আঘাত আর না হয় সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিষয়টি কোন ভাবেই হালকা ভাবে নিলে চলবে না। 

মন্ত্রী বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। এ নিয়ে তখন মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। সেই লোকেরা এখন এখানে জড়িত কিনা, কোন ষড়যন্ত্র আছে কিনা তা বের করতে অবশ্যই তদন্ত করা হবে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দেন সেতুমন্ত্রী। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত