স্কুলের প্রথম দিন
তোমাদের কি স্কুলের প্রথম দিনের কথা মনে আছে? ব্যাপক উত্তেজনায় বুক ধুকপুক করছিল, আবার আনন্দও হচ্ছিল, তাই না? হ্যাঁ, সোফিয়ারও তা-ই। কিন্তু স্কুলে যাওয়ার আগে তাকে তৈরি হতে হবে, তৈরি করতে হবে সকালের নাশতাও। তুমি কি সোফিয়াকে একটু সাহায্য করতে পারো?