Ajker Patrika

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ২০: ৫২
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজী সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাকাওয়াত হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে মহাদেবপুর-মাতাজী সড়কের পাশে আওয়ামী লীগের পুরোনো অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকাওয়াত হোসেন উপজেলার হাতুড় গ্রামের রহমতুল্লাহ হোসেনের ছেলে। তিনি উপজেলার গাহলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাকাওয়াত মোটরসাইকেলে করে উপজেলার মহাদেবপুর সদর বাজার থেকে মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাদেবপুর-মাতাজী সড়কের আওয়ামী লীগের পুরোনো অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। এ সময় উপজেলার নওহাটা মোড় এলাকায় পৌঁছালে মারা যান তিনি। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই শিক্ষকের পরিবারের কোনো অভিযোগ নেই। অভিযোগ না থাকায় আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত