Ajker Patrika

বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটুপানি

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ৫৫
বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটুপানি

বৃষ্টি হলেই গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল হাইস্কুল মাঠে হাঁটুপানি জমে। জলাবদ্ধতা দেখা দেয়। হাঁটু পরিমাণ পানি ভেঙে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে নষ্ট হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ১০ বছরেও এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি।

গত রোববার স্কুলে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি জমে পুকুরের মতো হয়ে গেছে বিদ্যালয়ের মাঠ। এক হাতে বই অন্য হাতে ছাতা আর জুতা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

নবম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া বেগম বলে, বৃষ্টির দিন বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ও শ্রেণি কক্ষের চালের ফুটো দিয়ে পানি পড়ার কারণে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে যায়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিদ্যালয়ের মেয়ে ফুটবল দলের অধিনায়ক মুন্নী আক্তার ক্ষোভ প্রকাশ করে বলে, ‘এই মাঠে খেলাধুলা করে আমরা জেলায় সেরা হয়েছি। আমাদের মেয়ে ফুটবল দল দেশ সেরা কলসিন্দুর ফুটবল দলের সঙ্গে প্রতিযোগিতা করে। তবুও আমরা বর্ষায় এই ভোগান্তি থেকে রেহাই পেলাম না।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাফসান জাহান বলেন, ‘মাঠের পানির নিচে অনেক সময় গর্ত থাকে। এতে পা পিছলে পড়ে অনেক সময় আমাদের বই-খাতা, ও পোশাক ভিজে নষ্ট হয়ে যায়। ভেজা কাপড়ে আর সেদিন ক্লাস করা হয় না।’ একই ধরনের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন, ইমরান আলী, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তারসহ সবার।

খারুয়া বড়াইল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদ আনোয়ার বলেন, ‘বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্পের মাধ্যমে একবার মাটি ভরাট করেছেন। তবুও মাঠটি নিচু রয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ১০ বছরেও এই ভোগান্তির স্থায়ী সমাধান হয়নি। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন বলেন, ‘মাঠের জলাবদ্ধতার বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম জানেন। এখানকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠটি জলমগ্ন থাকে। তা ছাড়া বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণি কক্ষের টিনের চাল নষ্ট হয়ে পানি পড়ে। ঠিকাদারের গাফিলতিতে নতুন ভবনের নির্মাণকাজ শেষদিকে গিয়ে আটকে রয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া বলেন, বিদ্যালয় মাঠে বৃষ্টির কারণে জলাবদ্ধতার বিষয়টি পুরোনো সমস্যা। এলাকাবাসীর সহযোগিতা না পেলে জলাবদ্ধতা দূর করা সম্ভব না। এ ছাড়া নতুন ভবন নির্মাণকাজ শেষ হলে শ্রেণি কক্ষের বিষয়টি স্থায়ী সমাধান হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘বৃষ্টির পানিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা আর শ্রেণি কক্ষে পানি পড়ার বিষয়ে আমাকে কেউ জানায়নি। শিগগির বিদ্যালয় পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে প্রকল্প গ্রহণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত