Ajker Patrika

ট্রেনের টিকিট না পাওয়ায় ট্রফি নিয়ে বাসে যাচ্ছে শিহাব-সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২২, ১১: ০৮
ট্রেনের টিকিট না পাওয়ায় ট্রফি নিয়ে বাসে যাচ্ছে শিহাব-সাকিবরা

জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা নিয়ে ট্রেনে রংপুরে ফিরতে চেয়েছিল শিশু নিকেতনের ক্রিকেটারদের। তবে টিকিট না পাওয়ায় বাসে করে আজ রংপুরে যাবে তারা। গতকাল মিরপুরে হোম অব ক্রিকেট ঘুরে দেখেছে খুদে ক্রিকেটাররা; যে স্টেডিয়াম খুদে ক্রিকেটারদের কাছে স্বপ্নের বাতিঘর।

এর আগে গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে তিন লেগ স্পিনার নিয়ে খেলতে নামা রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয় যে ৫৯ রানের দাপুটে জয় পেয়েছে ফেবারিট মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের বিপক্ষে, তাতে গুরুত্বপূর্ণ অবদান রংপুরের রিস্ট স্পিনারদের। উচ্ছ্বসিত কণ্ঠে বোলারদের প্রশংসা করেছেন শিশু নিকেতনের কোচ নাসির খান। তিনি বললেন, ‘আমার স্পিনাররা এর আগেও ১০০ রান করে চার ম্যাচ জিতিয়েছে। আমাদের বোলারদের ওপর আত্মবিশ্বাস ছিল। তারা সেরাটা দিতে পেরেছে বলেই অধরা শিরোপা বাড়ি ফিরতে পারছি।’

টস হেরে আগে ব্যাটিং করা রংপুরকে লড়াইয়ে পুঁজি এনে দেয় আহমেদ তেজান (২৮) ও তৌহিদ জাহান (২৪)। মেহেরপুরকে ১০৩ রানের লক্ষ্য দিতে পারে তারা। ৪ উইকেট নিয়ে মেহেরপুরের সফলতম বোলার আরাফাত আমান। ৫০ ওভারে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় মেহেরপুর। প্রথম ওভারে পেসার সামিউল ইসলামের তোপে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। 

মেহেরপুর ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে আসে সাইখ ইমতিয়াজ শিহাব। রংপুর অধিনায়কের লেগ স্পিনে দিশেহারা হয়ে পড়ে মেহেরপুরের ব্যাটাররা। শিহাবের সঙ্গে প্রতিপক্ষকে চাপে রাখে রংপুরের বাকি দুই লেগ স্পিনারও। ২০.২ ওভারে ৪৩ রানে গুটিয়ে যায় মেহেরপুর। সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যাচ ও টুর্নামেন্ট-সেরা রংপুরের লেগি শিহাব। 

বাংলাদেশ দলে একজন ভালো মানের লেগ স্পিনারের হাপিত্যেশ অনেক দিনের। জাতীয় দলে কবে দুর্দান্ত রিস্ট স্পিনারের দেখা মিলবে, সে প্রশ্নের উত্তর সময়ের হাতেই তুলে দিতে হচ্ছে। তবে গতকাল জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল দেখে কিছুটা আশার সঞ্চার হতে পারে। খুদে ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পার্থক্য যে গড়ে দিয়েছে লেগ স্পিনাররাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত