অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জের সিঙ্গাইরে এক স্কুলছাত্রী অপহরণের চার দিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণের অভিযোগে শরিফুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৪। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার দৌলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শরিফুল ওই এলাকার বাসিন্দা।