Ajker Patrika

বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮: ২৫
বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রাম থেকে মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মারুফার শরীর আগুনে দগ্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। 

মারুফার পরিবার জানায়, বুধবার ভোর ৪টার দিকে মারুফা ছোট বোন রহিমাকে ঘুম থেকে তুলে বাথরুমের জন্য ঘর থেকে বের হয়। আধা ঘণ্টা পার হলেও বড় বোনের ঘরে না ফেরায় বিষয়টি বাবা-মাকে জানায় ছোট বোন। পরে মারুফার বাবা মজিবুর রহমান বাড়ির লোকজনকে নিয়ে আশপাশে খোঁজ করে ঘণ্টাখানেক পর বাড়ি থেকে ৪০০ মিটার উত্তরে একটি বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মারুফার দেহ পায়।

মারুফার বাবা মুজিবুর রহমান বলেন, বাঁশঝাড়ে টর্চের আলোতে মেয়ের পোড়া শরীর দেখে চিৎকার করেন। আগুনে পুড়ে মারুফার সারা শরীর কুঁকড়ে যায়। পাশেই একটি দেশলাইয়ের বাক্স পড়ে ছিল। মারুফা ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। 

 মা বেদেনা খাতুন বলেন, মারুফা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। দুই বছর সে মাদ্রাসায় যায় না। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে আগুনে পোড়া মেয়েটির মরদেহ উদ্ধার করি। সুরতহাল করে লাশ ময়মনসিংহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত