বগুড়া প্রতিনিধি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত শনিবার একটি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী শনিবার পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন প্রভাষক জাকিরুল তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী অভিভাবকদের বিষয়টি খুলে বলেন।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী ছাত্রী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে এসে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ দেন। এ সময় জিজ্ঞাসা করে ছাত্রীর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন অধ্যক্ষ শাহাজাহান আলী।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তিনি তার মেয়ের শ্লীলতাহানির ঘটনার বিচার চান। শিক্ষক হয়ে কীভাবে এমন ঘটনা তিনি ঘটাতে পারেন। অভিযোগ দেওয়ার পর থেকে তিনি তাঁর মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছেন।
অভিযুক্ত প্রভাষক জাকিরুল ইসলাম বলেন, ‘মেয়েটির শ্লীলতাহানির জন্য তাঁর শরীরে হাত দিইনি। পরীক্ষা চলাকালে তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন। এ ছাড়া বেঞ্চে বসে থাকার সময় তাঁর হাতের কনুই বেঞ্চে থেকে বাইরে বেরিয়ে আসছিল। পরীক্ষায় গার্ড দেওয়ার সময় আমাদের চলাচল করতে হয়। তাঁকে বারবার কনুই ভেতরে নিতে বলছিলাম। এ জন্য কয়েকবার তাঁর কনুই ঠিক করে বসতে বলেছি মাত্র। না নেওয়ায় হাত দিয়ে কনুই সরিয়ে দিয়েছি।’
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীরে হাত দেওয়ার বিষয়ের সত্যতা পাওয়া গেছে। এরপরেও মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদেরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত শনিবার একটি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী শনিবার পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন প্রভাষক জাকিরুল তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী অভিভাবকদের বিষয়টি খুলে বলেন।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী ছাত্রী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে এসে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ দেন। এ সময় জিজ্ঞাসা করে ছাত্রীর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন অধ্যক্ষ শাহাজাহান আলী।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তিনি তার মেয়ের শ্লীলতাহানির ঘটনার বিচার চান। শিক্ষক হয়ে কীভাবে এমন ঘটনা তিনি ঘটাতে পারেন। অভিযোগ দেওয়ার পর থেকে তিনি তাঁর মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছেন।
অভিযুক্ত প্রভাষক জাকিরুল ইসলাম বলেন, ‘মেয়েটির শ্লীলতাহানির জন্য তাঁর শরীরে হাত দিইনি। পরীক্ষা চলাকালে তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন। এ ছাড়া বেঞ্চে বসে থাকার সময় তাঁর হাতের কনুই বেঞ্চে থেকে বাইরে বেরিয়ে আসছিল। পরীক্ষায় গার্ড দেওয়ার সময় আমাদের চলাচল করতে হয়। তাঁকে বারবার কনুই ভেতরে নিতে বলছিলাম। এ জন্য কয়েকবার তাঁর কনুই ঠিক করে বসতে বলেছি মাত্র। না নেওয়ায় হাত দিয়ে কনুই সরিয়ে দিয়েছি।’
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীরে হাত দেওয়ার বিষয়ের সত্যতা পাওয়া গেছে। এরপরেও মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদেরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
৩ দিন আগেআধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১৫ দিন আগে