Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ২৩
পরীক্ষাকেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত শনিবার একটি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী শনিবার পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন প্রভাষক জাকিরুল তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। পরীক্ষা শেষে ওই ছাত্রী অভিভাবকদের বিষয়টি খুলে বলেন।

জানা গেছে, গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী ছাত্রী তাঁর বাবাকে সঙ্গে নিয়ে এসে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ দেন। এ সময় জিজ্ঞাসা করে ছাত্রীর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন অধ্যক্ষ শাহাজাহান আলী।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, তিনি তার মেয়ের শ্লীলতাহানির ঘটনার বিচার চান। শিক্ষক হয়ে কীভাবে এমন ঘটনা তিনি ঘটাতে পারেন। অভিযোগ দেওয়ার পর থেকে তিনি তাঁর মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত রয়েছেন।

অভিযুক্ত প্রভাষক জাকিরুল ইসলাম বলেন, ‘মেয়েটির শ্লীলতাহানির জন্য তাঁর শরীরে হাত দিইনি। পরীক্ষা চলাকালে তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন। এ ছাড়া বেঞ্চে বসে থাকার সময় তাঁর হাতের কনুই বেঞ্চে থেকে বাইরে বেরিয়ে আসছিল। পরীক্ষায় গার্ড দেওয়ার সময় আমাদের চলাচল করতে হয়। তাঁকে বারবার কনুই ভেতরে নিতে বলছিলাম। এ জন্য কয়েকবার তাঁর কনুই ঠিক করে বসতে বলেছি মাত্র। না নেওয়ায় হাত দিয়ে কনুই সরিয়ে দিয়েছি।’

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীরে হাত দেওয়ার বিষয়ের সত্যতা পাওয়া গেছে। এরপরেও মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদেরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত