বাসে ছাত্রীকে হয়রানি যুবকের কারাদণ্ড
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের এক ছাত্রী গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জ যেতে সৌদিয়া পরিবহনের একটি বাসে ওঠেন। তাঁর সামনের সিটে বসেন মাহবুবুর রহমান।