Ajker Patrika

শ্লীলতাহানীর মামলার আসামির গ্রেপ্তার দাবি

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ৪৮
শ্লীলতাহানীর মামলার আসামির গ্রেপ্তার দাবি

সিলেটে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত দিলদার হোসেনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার টিলাপাড়া রাস্তার মুখে মানববন্ধনে তাঁরা অভিযুক্তের গ্রেপ্তার দাবি করেন। দিলদারের বাড়ি কানদিপাড়া গ্রামে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা কোনো দিন ঘটেনি। তাই আমরা চাই এমন ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে আমাদের এলাকার মানুষ ঐক্যবদ্ধ। দুষ্কৃতকারী দিলদারকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে নিপীড়ন বিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সমাজসেবী মঈন উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন নাট্যকর্মী আব্দুল মালিক, ইমাম উদ্দিন, মুজিব আহমেদ, সুরমান আহমেদ তারেক, আহমেদ আব্দুল জব্বার, বাহার উদ্দিন, মানবসেবা সভাপতি ছালা উদ্দিন ইমরান, সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, সাহেবের বাজার ছাত্র কল্যাণ সভাপতি ফাহিম আহমেদ, গুলজার হোসেন নাইম।

৯ নভেম্বর বিকেলে ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় মামলা হলেও এখনো অভিযুক্ত দিলদারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত