Ajker Patrika

মদনে মগড়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৫
মদনে মগড়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রী

নেত্রকোনার মদনে সোনামণি (১২) নামে এক স্কুলছাত্রী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। সে উপজেলার মদন ইউনিয়নের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামণি মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা শিশুরা গোসল করে বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

মদন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, স্কুল শিক্ষার্থীর নিখোঁজের খবর শুনে আমরা প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেছি। ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের সঙ্গে পুলিশ রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত