বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সাহাবুল ইসলাম (৩০)। তিনি উপজেলার খাকসা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাবা একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সাংবাদিক পরিচয়ধারী সাহাবুল ইসলাম ও তাঁর চারজন সঙ্গী পত্রিকায় খবর ছাপিয়ে তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। সাহাবুল ওই ছাত্রীকে সাক্ষাৎকারের কথা বলে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন।
ওই স্কুলছাত্রী বলে, ‘আমার মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি চিৎকার দিতে চাইলে ঘরে থাকা বঁটি দিয়ে আমাকে ও আমার বাবাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়।’
ঘটনার দিন সাহাবুলের সঙ্গে আসা মুজাহিদ হোসেন বলেন, ‘আমিসহ সাহাবুল ইসলাম, নাইম সরকার ও বিপ্লব হোসেন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। আমাদের রেখে সাহাবুল ইসলাম ঘরের ভেতরে গিয়েছিল। তবে কী সাক্ষাৎকার নিয়েছে তা আমাদের জানা নেই।’
বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিক নামধারী এ চারজনকে তিনি কখনো দেখেননি। তাঁদের নামও শোনেননি তিনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সাহাবুল ইসলাম (৩০)। তিনি উপজেলার খাকসা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাবা একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সাংবাদিক পরিচয়ধারী সাহাবুল ইসলাম ও তাঁর চারজন সঙ্গী পত্রিকায় খবর ছাপিয়ে তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। সাহাবুল ওই ছাত্রীকে সাক্ষাৎকারের কথা বলে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন।
ওই স্কুলছাত্রী বলে, ‘আমার মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি চিৎকার দিতে চাইলে ঘরে থাকা বঁটি দিয়ে আমাকে ও আমার বাবাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়।’
ঘটনার দিন সাহাবুলের সঙ্গে আসা মুজাহিদ হোসেন বলেন, ‘আমিসহ সাহাবুল ইসলাম, নাইম সরকার ও বিপ্লব হোসেন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। আমাদের রেখে সাহাবুল ইসলাম ঘরের ভেতরে গিয়েছিল। তবে কী সাক্ষাৎকার নিয়েছে তা আমাদের জানা নেই।’
বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিক নামধারী এ চারজনকে তিনি কখনো দেখেননি। তাঁদের নামও শোনেননি তিনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪