Ajker Patrika

সাংবাদিক পরিচয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
সাংবাদিক পরিচয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানি

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় মামলা করেন।

মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম সাহাবুল ইসলাম (৩০)। তিনি উপজেলার খাকসা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাবা একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সাংবাদিক পরিচয়ধারী সাহাবুল ইসলাম ও তাঁর চারজন সঙ্গী পত্রিকায় খবর ছাপিয়ে তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। সাহাবুল ওই ছাত্রীকে সাক্ষাৎকারের কথা বলে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন।

ওই স্কুলছাত্রী বলে, ‘আমার মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি চিৎকার দিতে চাইলে ঘরে থাকা বঁটি দিয়ে আমাকে ও আমার বাবাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়।’

ঘটনার দিন সাহাবুলের সঙ্গে আসা মুজাহিদ হোসেন বলেন, ‘আমিসহ সাহাবুল ইসলাম, নাইম সরকার ও বিপ্লব হোসেন সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। আমাদের রেখে সাহাবুল ইসলাম ঘরের ভেতরে গিয়েছিল। তবে কী সাক্ষাৎকার নিয়েছে তা আমাদের জানা নেই।’

বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিক নামধারী এ চারজনকে তিনি কখনো দেখেননি। তাঁদের নামও শোনেননি তিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত