Ajker Patrika

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪: ২৪
স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে মাছুমা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের নানাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাছুমা ওই গ্রামের আকামুদ্দিন শেখের নাতনি। সে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলায় মাছুমার মা মারা যান। তখন থেকেই নানাবাড়িতে বসবাস করছে সে। মাথা ব্যথাসহ মাছুমা নানান শারীরিক ও মানসিক রোগে ভুগছিল দীর্ঘদিন। প্রতিদিনের ন্যায় সে গত রোববার রাতে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। কিন্তু সকালে ঘুম থেকে না ওঠায় নানা আকামুদ্দিন ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়নায় ঝুলছে মাছুমা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের নানা আকামুদ্দিন বলেন, ‘মেয়ে মরার পর থেকে নাতনি আমার বাড়িতে থাকত। সে দীর্ঘদিন অসুস্থ ছিল। হয়তো সেই অভিমানে আত্মহত্যা করেছে।’

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, স্কুলছাত্রী মাছুমার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত