‘বিশেষ মাদক খেয়ে’ তিন দিনও না ঘুমিয়ে কাটাতেন জলদস্যুরা
আজকের পত্রিকার এই প্রতিবেদক এ বিষয়ে পাঁচজন নাবিকের সঙ্গে কথা বলেছেন। তবে তাঁরা কেউ নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি। ওই নাবিকেরা বলেন, জলদস্যুরা একটি বিশেষ মাদক গ্রহণ করতেন। যেটি খেলে তিন দিনও ঘুম আসত না। জলদস্যুদের কাউকে একটানা তিন দিন, কাউকে দুই দিন নির্ঘুম কাটাতে দেখেছেন নাবিকেরা।