জমির উদ্দিন, চট্টগ্রাম
এমভি আবদুল্লাহর পাশেই থাকা দুটি স্পিডবোটে তিনজন করে জলদস্যু। সেই স্পিডবোটের মাঝখানে সমুদ্রের পানিতে দুটি টাকার ব্যাগ ফেলা চলে যায় বিশেষ উড়োযান। একটি স্পিডবোট ভেসে থাকা সেই টাকার ব্যাগ সংগ্রহ করে। এবার উড়োযানটি ঘুরে এসে তৃতীয় টাকার ব্যাগটি ফেলে দুটি স্পিডবোটের একটু দূরে। জিম্মি এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুরা দেখিয়ে দেন, তৃতীয় সেই টাকার ব্যাগটি। টাকা পেয়ে এবার জলদস্যুদের একজন বলে ওঠেন, ‘ইউ আর ফ্রি।’
এরপর জাহাজটির ক্যাপ্টেন ২৩ নাবিকের নাম ধরে পরিচয় করিয়ে দেন। এরও পর দুবাইয়ের পথে রওনা দেয় ৩১ দিন জিম্মি থাকা জাহাজ এমভি আবদুল্লাহ।
ইংরেজি তিন শব্দের বাক্য। কিন্তু এই ছোট্ট লাইনে জড়িয়ে ছিলে দীর্ঘ সময়ের আতঙ্ক ও অপেক্ষা। লাইনটি শোনার পর জিম্মি নাবিকেরা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
মুক্তির পর এমভি আবদুল্লাহর মালিকপক্ষ থেকে দেওয়া ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে বিশেষ উড়োযানে টাকার ফেলার দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, টাকা সংগ্রহের কাজে দুটি স্পিডবোট ও এমভি আবদুল্লায় পজিশন নিয়ে থাকা জলদস্যুদের। প্রথমে উড়োযানটি একটি টাকার ব্যাগ সমুদ্রে ফেলে। এরপর সেই টাকার ব্যাগ একটি স্পিডবোট গিয়ে নিয়ে আসে। উড়োজাহাজটি ৪০ সেকেন্ডের মধ্যে আবারও ঘুরে এসে দ্বিতীয় টাকার ব্যাগটি ফেলে। সেটিও একটি স্পিডবোট গিয়ে সংগ্রহ করে। তবে, তৃতীয় টাকার ব্যাগ দুটি স্পিডবোট থেকে একটু দূরে ফেলা হয়। সেটিও সংগ্রহ করে জলদস্যুরা। তারপর এমভি আবদুল্লায় থাকা জলদস্যুদের বলতে শোনা যায়, ‘ইউ ক্যান গো। ইউ আর ফ্রি নাউ।’
তখন জিম্মি নাবিকেরা খুশিতে চিৎকার করতে থাকেন। তারপর একে একে ২৩ জন নাবিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেন ওই জাহাজের ক্যাপ্টেন।
জাহাজটির ক্যাপ্টেনকে বলতে শোনা যায়, ‘এই জাহাজের সবকিছু অক্ষত আছে। ইঞ্জিন ভালো আছে। নাবিকেরাও সবাই সুস্থ রয়েছে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজ। এরপর থেকে জাহাজটির মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে তাঁদের উদ্ধারে নানা তৎপরতা শুরু হয়। অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো জাহাজটি।
এমভি আবদুল্লাহর পাশেই থাকা দুটি স্পিডবোটে তিনজন করে জলদস্যু। সেই স্পিডবোটের মাঝখানে সমুদ্রের পানিতে দুটি টাকার ব্যাগ ফেলা চলে যায় বিশেষ উড়োযান। একটি স্পিডবোট ভেসে থাকা সেই টাকার ব্যাগ সংগ্রহ করে। এবার উড়োযানটি ঘুরে এসে তৃতীয় টাকার ব্যাগটি ফেলে দুটি স্পিডবোটের একটু দূরে। জিম্মি এমভি আবদুল্লাহ থেকে জলদস্যুরা দেখিয়ে দেন, তৃতীয় সেই টাকার ব্যাগটি। টাকা পেয়ে এবার জলদস্যুদের একজন বলে ওঠেন, ‘ইউ আর ফ্রি।’
এরপর জাহাজটির ক্যাপ্টেন ২৩ নাবিকের নাম ধরে পরিচয় করিয়ে দেন। এরও পর দুবাইয়ের পথে রওনা দেয় ৩১ দিন জিম্মি থাকা জাহাজ এমভি আবদুল্লাহ।
ইংরেজি তিন শব্দের বাক্য। কিন্তু এই ছোট্ট লাইনে জড়িয়ে ছিলে দীর্ঘ সময়ের আতঙ্ক ও অপেক্ষা। লাইনটি শোনার পর জিম্মি নাবিকেরা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
মুক্তির পর এমভি আবদুল্লাহর মালিকপক্ষ থেকে দেওয়া ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে বিশেষ উড়োযানে টাকার ফেলার দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, টাকা সংগ্রহের কাজে দুটি স্পিডবোট ও এমভি আবদুল্লায় পজিশন নিয়ে থাকা জলদস্যুদের। প্রথমে উড়োযানটি একটি টাকার ব্যাগ সমুদ্রে ফেলে। এরপর সেই টাকার ব্যাগ একটি স্পিডবোট গিয়ে নিয়ে আসে। উড়োজাহাজটি ৪০ সেকেন্ডের মধ্যে আবারও ঘুরে এসে দ্বিতীয় টাকার ব্যাগটি ফেলে। সেটিও একটি স্পিডবোট গিয়ে সংগ্রহ করে। তবে, তৃতীয় টাকার ব্যাগ দুটি স্পিডবোট থেকে একটু দূরে ফেলা হয়। সেটিও সংগ্রহ করে জলদস্যুরা। তারপর এমভি আবদুল্লায় থাকা জলদস্যুদের বলতে শোনা যায়, ‘ইউ ক্যান গো। ইউ আর ফ্রি নাউ।’
তখন জিম্মি নাবিকেরা খুশিতে চিৎকার করতে থাকেন। তারপর একে একে ২৩ জন নাবিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেন ওই জাহাজের ক্যাপ্টেন।
জাহাজটির ক্যাপ্টেনকে বলতে শোনা যায়, ‘এই জাহাজের সবকিছু অক্ষত আছে। ইঞ্জিন ভালো আছে। নাবিকেরাও সবাই সুস্থ রয়েছে।’
উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজ। এরপর থেকে জাহাজটির মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে তাঁদের উদ্ধারে নানা তৎপরতা শুরু হয়। অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো জাহাজটি।
নিম্নমানের খাবার, অতিরিক্ত দাম ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্যাফেটেরিয়া, হল ক্যানটিন ও আশপাশের দোকানগুলোর বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বাসি ও অরুচিকর খাবারকে মুখরোচক করতে ব্যবহৃত হচ্ছে...
৪ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে টানা সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকেরা। গতকাল শনিবার সন্ধ্যায় ভুখা মিছিলের ঘোষণা দেন তাঁরা।
৪০ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির বাক্সের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১ ঘণ্টা আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১ ঘণ্টা আগে