নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবশেষে ২৩ জন নাবিকসহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজ থেকে নেমে যাওয়ার সময় ক্যাপ্টেনের হাতে একটি চিঠি দেয় জলদস্যুদের প্রধান। স্থানীয় ভাষায় লেখা সেই চিঠিটি দুবাই পর্যন্ত যাওয়ার পথে নিরাপত্তা পাস হিসেবে কাজ করবে বলে জানিয়েছে তারা।
পথে যদি আবার কোনো দস্যুর কবলে পড়ে, তাহলে ওই চিঠি দেখালেই তাদের ছেড়ে দেবে বলে জানিয়েছে সোমালি ওই দস্যুপ্রধান। এ তথ্য আজকের পত্রিকাকে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম।
মেহেরুল করিম বলেন, ‘জাহাজটি এখন দুবাইয়ের পথে। দুবাইয়ে পৌঁছতে ১৯-২০ এপ্রিল লাগতে পারে। তারপর সেখান থেকে মূলত দেশে ফিরবেন নাবিকেরা।’
মেহেরুল করিম আরও বলেন, ‘শিপ থেকে নামার আগে ক্যাপ্টেনকে একটি চিঠি দিয়েছে জলদস্যুদের প্রধান। স্থানীয় ভাষায় লেখা ওই চিঠিটি অর্থ মূলত এ রকম— এ আপনারা এখন নিরাপদ। দুবাই পর্যন্ত আপনারা নিরাপদে যেতে পারবেন। নতুন করে আর দস্যুদের কবলে পড়তে হবে না। পড়লেও এ চিঠি দেখালে তারা ছেড়ে দেবে।’
মেহেরুল করিম জানান, মুক্তিপণ পাওয়ার পর শনিবার সোমালিয়ান সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় জাহাজ এমভি আবদুল্লাহ থেকে একে একে নেমে যায় জলদস্যুরা। তখন জাহাজটির ৬৫ জন দস্যু নেমে বোট নিয়ে চলে যায়। নামার আগে দস্যুদের প্রধান জাহাজের ক্যাপ্টেনকে চিঠিটি ধরিয়ে দেন।
এদিকে মুক্তিপণ হিসেবে কী পরিমাণ অর্থ দিতে হয়েছে, সে বিষয়ে জাহাজটির মালিকপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে ৫০ লাখ ডলারের বিনিময়ে মুক্তি মিলেছে ২৩ নাবিকসহ জাহাজটি।
উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজ। এর পর থেকে জাহাজটির মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে তাঁদের উদ্ধারে নানা তৎপরতা শুরু হয়। অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো জাহাজটি।
অবশেষে ২৩ জন নাবিকসহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজ থেকে নেমে যাওয়ার সময় ক্যাপ্টেনের হাতে একটি চিঠি দেয় জলদস্যুদের প্রধান। স্থানীয় ভাষায় লেখা সেই চিঠিটি দুবাই পর্যন্ত যাওয়ার পথে নিরাপত্তা পাস হিসেবে কাজ করবে বলে জানিয়েছে তারা।
পথে যদি আবার কোনো দস্যুর কবলে পড়ে, তাহলে ওই চিঠি দেখালেই তাদের ছেড়ে দেবে বলে জানিয়েছে সোমালি ওই দস্যুপ্রধান। এ তথ্য আজকের পত্রিকাকে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম।
মেহেরুল করিম বলেন, ‘জাহাজটি এখন দুবাইয়ের পথে। দুবাইয়ে পৌঁছতে ১৯-২০ এপ্রিল লাগতে পারে। তারপর সেখান থেকে মূলত দেশে ফিরবেন নাবিকেরা।’
মেহেরুল করিম আরও বলেন, ‘শিপ থেকে নামার আগে ক্যাপ্টেনকে একটি চিঠি দিয়েছে জলদস্যুদের প্রধান। স্থানীয় ভাষায় লেখা ওই চিঠিটি অর্থ মূলত এ রকম— এ আপনারা এখন নিরাপদ। দুবাই পর্যন্ত আপনারা নিরাপদে যেতে পারবেন। নতুন করে আর দস্যুদের কবলে পড়তে হবে না। পড়লেও এ চিঠি দেখালে তারা ছেড়ে দেবে।’
মেহেরুল করিম জানান, মুক্তিপণ পাওয়ার পর শনিবার সোমালিয়ান সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় জাহাজ এমভি আবদুল্লাহ থেকে একে একে নেমে যায় জলদস্যুরা। তখন জাহাজটির ৬৫ জন দস্যু নেমে বোট নিয়ে চলে যায়। নামার আগে দস্যুদের প্রধান জাহাজের ক্যাপ্টেনকে চিঠিটি ধরিয়ে দেন।
এদিকে মুক্তিপণ হিসেবে কী পরিমাণ অর্থ দিতে হয়েছে, সে বিষয়ে জাহাজটির মালিকপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে ৫০ লাখ ডলারের বিনিময়ে মুক্তি মিলেছে ২৩ নাবিকসহ জাহাজটি।
উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি আবদুল্লাহ নামের ওই জাহাজ। এর পর থেকে জাহাজটির মালিকপক্ষ ও সরকারের পক্ষ থেকে তাঁদের উদ্ধারে নানা তৎপরতা শুরু হয়। অবশেষে ৩৩ দিন পর উদ্ধার হলো জাহাজটি।
২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৮ মিনিট আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের...
১ ঘণ্টা আগে