সেপটিক ট্যাংকে নামতে চায় নাই, হয়তো জোর করে নামানো হইছে: নিহত মিঠুর ভাই
‘সেপটিক ট্যাংকে নামতে চায় নাই, হয়তো জোর করে নামান হইছে’ বলে সন্দেহ প্রকাশ করেছেন নিহত মিঠুর ভাই। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংকে মিঠুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্যাংকে নেমে বিকেল থেকে নিখোঁজ থাকার পরে তাঁদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।