Ajker Patrika

লক্ষ্মীপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৪: ০২
লক্ষ্মীপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু

রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা মো. সফিউল্যাহ (৬০) ও নাতি মো. ওমরের (২) মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নাতি ওমরকে নিয়ে হাঁটতে বের হন সফিউল্যাহ। কিন্তু দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে পরিবারের লোকজন দাদা-নাতিকে নুনিয়াপাড়া গ্রামের মাদারবাড়ির বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মৃত সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘নাতিকে নিয়ে প্রায়ই হাঁটতে বের হতেন আমার স্বামী। আজ সকালেও প্রতিদিনের মতো হাঁটতে বের হন। তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ির পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।’

মনোয়ারা বেগম আরও বলেন, ‘আমার ছেলে বাবু গুলিস্তানের বঙ্গবাজারে ব্যবসা করত। সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ছেলে নিঃস্ব হয়ে বিদেশে চলে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত