বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় নির্মাণাধীন ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংকে আটকা পড়ে জামাল হাওলাদার (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন গৌতম চন্দ্র দাস নামে আরেক শ্রমিক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার ওই এলাকার লতিফ হাওলাদারের ছেলে। অসুস্থ গৌতম চন্দ্র দাস পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অমৃত দাসের ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় স্কুলশিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন দুই জন শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের সিঁড়ির পাশের সেপটিক ট্যাংকের কাজ করতে জামাল হাওলাদার ট্যাংকের ভেতরে ঢুকেন।
এরপর ট্যাংকের ভেতরে থাকা গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করতে নামেন আরেক নির্মাণ শ্রমিক গৌতম চন্দ্র দাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়ে। ভবনের মালিক শ্রমিকদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জামালকে অজ্ঞান অবস্থায় আর গৌতমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ গৌতম চন্দ্র দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার পূর্বেই জামাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আর গুরুতর অসুস্থ গৌতমকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহত শ্রমিক জামালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিককে থানায় আনা হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলায় নির্মাণাধীন ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংকে আটকা পড়ে জামাল হাওলাদার (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন গৌতম চন্দ্র দাস নামে আরেক শ্রমিক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার ওই এলাকার লতিফ হাওলাদারের ছেলে। অসুস্থ গৌতম চন্দ্র দাস পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অমৃত দাসের ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় স্কুলশিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন দুই জন শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের সিঁড়ির পাশের সেপটিক ট্যাংকের কাজ করতে জামাল হাওলাদার ট্যাংকের ভেতরে ঢুকেন।
এরপর ট্যাংকের ভেতরে থাকা গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করতে নামেন আরেক নির্মাণ শ্রমিক গৌতম চন্দ্র দাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়ে। ভবনের মালিক শ্রমিকদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জামালকে অজ্ঞান অবস্থায় আর গৌতমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ গৌতম চন্দ্র দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার পূর্বেই জামাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আর গুরুতর অসুস্থ গৌতমকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহত শ্রমিক জামালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিককে থানায় আনা হয়েছে।
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১৬ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
২২ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগ
২৭ মিনিট আগে