অ্যালার্জিক রাইনাইটিস
শীতকালে নাক বন্ধের অন্যতম সাধারণ কারণ অ্যালার্জিক রাইনাইটিস। এটি নাকের একধরনের প্রদাহ, যাতে শরীরের অ্যালার্জি প্রক্রিয়া বেড়ে নাক বন্ধ হয়ে যায় এবং নাক দিয়ে পানিজাতীয় পদার্থ বের হয়। অ্যালার্জেন বা অ্যালার্জি ঘটায় এমন উপাদানগুলোর মধ্যে রয়েছে শীতের শুষ্ক বাতাস, পলেন বা পরাগরেণু, ধুলোবালু, প্রাণীর লোম, খ