কুশিয়ারার বাঁধ ভেঙে হু-হু করে পানি ঢুকছে জকিগঞ্জে
জকিগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কুশিয়ারা নদীর ডাইক ভেঙে জকিগঞ্জ ইউনিয়নের রারাই এবং বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রাম দিয়ে হু হু করে পানি ঢুকছে জকিগঞ্জে। ফলে শুধু জকিগঞ্জ নয় গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, দক্ষিণ সুরমা, সিলেট শহরসহ গোটা ভাটি অঞ্চলে হানা দিয়েছে বন্যা।