Ajker Patrika

সুরমায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বাগাড়

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ১৩
সুরমায় ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বাগাড়

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাগাড় মাছ। আজ রোববার মাছটি বিক্রির জন্য নগরের লালাবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে এখনো পর্যন্ত মাছটি বিক্রি করা যায়নি।

জানা যায়, রোববার সকাল ৭টার দিকে লামাকাজী এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাগাড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজীরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী ওই এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া সেটি কিনে নেন। পরে তিনি মাছটি নগরের লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া জানান, ১ লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য ১ লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন।

তিনি বলেন, যদি একসঙ্গে কেনার মতো ক্রেতা না পাওয়া যায়, তবে কেজি দরে মাছটি বিক্রি করা হবে। প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি হবে।

এদিকে লালাবাজারে গিয়ে দেখা গেছে, বিশালাকারের বাগাড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছে। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত