দোয়ারায় সুরমা নদীর ভাঙনে ভিটেহারা শতাধিক পরিবার, পুনর্বাসনের উদ্যোগ নেই
এখন তাঁরা কোথায় যাবেন, কোথায় থাকবেন আর কেইবা তাদের আশ্রয় দেবে তার কোনো ভরসা পাচ্ছেন না কেউই। খোলা আকাশের নিচে বসে দুশ্চিন্তায় দিন কাটছে সবার। যে-ই তাদের দুর্দশা দেখতে আসে সবাই বলে এখান থেকে ঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাও, কিন্তু থাকার জায়গা দেয় না কেউ