Ajker Patrika

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
Thumbnail image

দোয়ারাবাজার উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার রাত ৮টায় সুরমা ইউনিয়নের আলীপুর বাজারে ৭ নম্বর ওয়ার্ডবাসী এর আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ মশিউর রহমান পরিচালনা করেন।

এ সময় সুরমা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, ‘এই ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করা হবে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নেই, স্থানীয়র সাংসদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন এখানে দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন করে দেবেন।’

এতে বক্তব্য দেন মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ জাহানারা বেগম, ইউপি সদস্য আব্দুল হামিদ। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফায়জুর রহমান, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত