সিলেট প্রতিনিধি
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। নগরীর লালবাজারে বিক্রির জন্য আনা মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এককভাবে কেউ না নিলে পরবর্তীতে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া।
আজ বুধবার সকালে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন।
মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি সুরমা নদীতে ধরা পড়েছে। সেখানকার লামাকাজি বাজারের এক জেলের কাছ থেকে মাছটি কিনে এনেছেন তিনি।
বেলাল জানান, ৮৫ হাজার টাকায় তিনি মাছটি কিনেছেন। এখন বিক্রির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাম চাইছেন। ১ লাখ ২০ হাজার টাকা পেলে মাছটি বিক্রি করবেন তিনি।
মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। প্রতি কেজি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে।
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। নগরীর লালবাজারে বিক্রির জন্য আনা মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এককভাবে কেউ না নিলে পরবর্তীতে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া।
আজ বুধবার সকালে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন।
মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি সুরমা নদীতে ধরা পড়েছে। সেখানকার লামাকাজি বাজারের এক জেলের কাছ থেকে মাছটি কিনে এনেছেন তিনি।
বেলাল জানান, ৮৫ হাজার টাকায় তিনি মাছটি কিনেছেন। এখন বিক্রির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাম চাইছেন। ১ লাখ ২০ হাজার টাকা পেলে মাছটি বিক্রি করবেন তিনি।
মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। প্রতি কেজি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে।
লক্ষ্মীপুরের রামগতিতে ওমানপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজারসংলগ্ন বেড়িবাঁধের ওপরে তাঁর মরদেহ পাওয়া যায়।
২ মিনিট আগেপৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
৩৬ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৪০ মিনিট আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
১ ঘণ্টা আগে