Ajker Patrika

দক্ষিণ সুরমায় কিশোর কিশোরী সমাবেশ

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৮
দক্ষিণ সুরমায় কিশোর কিশোরী সমাবেশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উঠান বৈঠক ও কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলাম ইউনিয়নে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এই আয়োজন করা হয়। সিলাম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক চিত্তরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ।

এ সময় তপন কান্তি ঘোষ বলেন, ‘সরকার সব নাগরিকের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের অন্তঃসত্ত্বা ও কিশোরী কিশোরীদের পরিবার পরিকল্পনা বিভাগের সেবাসমূহ সম্পর্কে অবগত করে যাচ্ছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, বিভা রাণী দত্ত, শেখ তাওহীদা রহমান, নাজমীন ইয়াসমিন পান্না, শিরিনা আক্তার, নয়ন নাইভো প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত