সরকারি সহায়তা দরকার পিছিয়ে পড়া শব্দকরদের
মৌলভীবাজারের কমলগঞ্জের শব্দকর সম্প্রদায়ের প্রায় ৯০ শতাংশ লোক হতদরিদ্র। বেশির ভাগেরই নেই নিজস্ব কোনো ভূমি। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির নেই সুব্যবস্থা। দিনমজুর, কৃষিকাজ, রিকশা চালানো ও বাদ্যযন্ত্র বাজিয়ে চলে তাঁদের জীবন। স্বাধীনতার ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। তবে এখানকার পিছিয়ে পড়া ১ হাজার ৪০০ শব্দকর