আসামি ধরতে গিয়ে গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ, এসআই প্রত্যাহার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন ও আলমারি থেকে টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোরশেদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।