Ajker Patrika

মহাসড়কে লরিচাপায় প্রাণ গেল কিশোরের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০: ৩১
মহাসড়কে লরিচাপায় প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়াগতির লরির চাপায় মো. সাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি টোব্যাকো গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত সাকিব একই এলাকার মো. আবু মোছার পুত্র। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। তিনি জানান, রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কিশোর সাকিবকে চট্টগ্রামমুখী একটি লরি চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত