Ajker Patrika

নতুন ধানের সবুজ ঢেউয়ে স্বপ্ন বুনছেন কৃষক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০: ৩৭
নতুন ধানের সবুজ ঢেউয়ে স্বপ্ন বুনছেন কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চলতি মৌসুমে ২৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। বসন্ত বাতাসে সেই বোরো ধানের সবুজ ঢেউ উপজেলার দেড় শতাধিক কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বোরোর বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। ফলে মাঠে দোল খাওয়া নতুন ধানের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৫২ জন কৃষক ২৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেছেন। যার মধ্যে ১৮ হেক্টর জমিতে উন্নত জাতের হাইব্রিড ও ১১ হেক্টরে উফশী জাতের ধানের চাষ করা হয়েছে। হাইব্রিডের মধ্যে ৫ হেক্টরে হিরা, সাড়ে ৪ হেক্টরে এসিআই, ৪ হেক্টরে ইস্পানি, দেড় হেক্টরে পারটেক্স, দেড় হেক্টরে তেজগোল্ড ও আড়াই হেক্টর জমিতে দুর্বার জাতের ধানের চাষ করা হয়েছে। এ ছাড়াও উফশী জাতের মধ্যে ৪ হেক্টরে ব্রি-ধান ২৮, এক হেক্টরে ব্রি-ধান ২৯, পাঁচ হেক্টরে ব্রি-ধান ৭৪ ও ব্রি-ধান ৮৮ এবং এক হেক্টর জমিতে পূর্বাচি জাতের ধানের চাষ করা হয়েছে। গতবারের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরোর চাষ করেছেন কৃষকেরা।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবুজের সমারোহে ভরে আছে ফসলের মাঠ। বসন্ত বাতাসে উঠেছে সবুজের ঢেউ। সোনালি ধান ফলানোর জন্য মাঠে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন কৃষক। তাঁদের নিবিড় পরিচর্যায় আশানুরূপভাবে বেড়ে উঠেছে বোরো ধান।

আলাপকালে বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া এলাকার কৃষক মো. রফিক, নিরঞ্জন দাস ও সমীরণ দাস জানান, তারা ১ একর ২০ শতক জমিতে উফশী ও হাইব্রিড জাতের বোরোর চাষ করেছেন। শুরু থেকে সার কীটনাশক প্রয়োগসহ সঠিক পরিচর্যা করছেন। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবার বাম্পার ফলনের আশাবাদী তাঁরা।

একই ইউনিয়নে চৌধুরীপাড়া এলাকার কৃষক আব্দুর রশিদ, নুর আহম্মদ, মো. দুলাল ও মনজুর আলম জানান, আবহাওয়া অনুকূল থাকার পাশাপাশি সঠিক সময়ে সেচ দেওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হবে। ধান পাকার পর তা নিরাপদে ঘরে তুলতে পারলেই লাভবান হবেন বলে আশা এসব কৃষকের।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ জানান, চলতি মৌসুমে ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকা সেসঙ্গে অনুকূল পরিবেশের কারণে এবার সীতাকুণ্ডে বোরোর বাম্পার ফলন হবে বলে আশাবাদী তিনি। সামনে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে সোনালি ধানে হাসি ফুটবে কৃষকের মুখে, ভরবে তাঁদের গোলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত