সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ নুরুল আলম দুলাল। নুরুল আলম বলেন, তুলার গুদাম হওয়ায় তুষের আগুনের মতো ভেতরে ভেতরে এখনো জ্বলছে। তবে দাউ দাউ করে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।