বাসস, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ নুরুল আলম দুলাল।
নুরুল আলম বলেন, তুলার গুদাম হওয়ায় তুষের আগুনের মতো ভেতরে ভেতরে এখনো জ্বলছে। তবে দাউ দাউ করে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
স্থানীয়রা জানান, উপজেলার ছোট কুমিরা এলাকায় নেমসান কনটেইনার লিমিটেড নামক একটি কনটেইনার ডিপোর উল্টো দিকে অবস্থিত এই তুলার গুদামে আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এ সময় গুদামে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। যেকোনো কারণে এ সময় আকস্মিকভাবে গুদামে রাখা তুলায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের আরও চারটি টিম আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অবশেষে আটটি ফায়ার সার্ভিস টিমের একটানা সাড়ে ৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
নুরুল আলম দুলাল বলেন, তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আমাদের টিমগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। শুকনো মৌসুমের শেষ দিক হওয়ায় পার্শ্ববর্তী খাল একেবারে শুকিয়ে গেছে। পাশে পুকুর বা পানির আর কোনো উৎস নেই। ফলে বেশ দূর থেকে পানি এনে আমাদের কাজ করতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। এখনো ছাইভস্মের মধ্যে কিছু আগুন রয়েছে, তবে আর কোনো বিপদের আশঙ্কা নেই। এটি পুরোপুরি নিভে যেতে আরও কিছু সময় লাগবে।
দুলাল আরও বলেন, আমরা সবকিছু দেখেশুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে পারব। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত নেই।
স্থানীয়দের তথ্যমতে, গোডাউনটি এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা মো. লোকমানের কাছ থেকে ভাড়া নিয়ে নিজেদের কাজে ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠান ইউনিট্যাক্স লিমিটেড। কোম্পানিটি সুতা তৈরির কাজে ব্যবহৃত তুলা রাখার জন্য এ গুদাম ব্যবহার করে আসছিল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ নুরুল আলম দুলাল।
নুরুল আলম বলেন, তুলার গুদাম হওয়ায় তুষের আগুনের মতো ভেতরে ভেতরে এখনো জ্বলছে। তবে দাউ দাউ করে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।
স্থানীয়রা জানান, উপজেলার ছোট কুমিরা এলাকায় নেমসান কনটেইনার লিমিটেড নামক একটি কনটেইনার ডিপোর উল্টো দিকে অবস্থিত এই তুলার গুদামে আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এ সময় গুদামে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। যেকোনো কারণে এ সময় আকস্মিকভাবে গুদামে রাখা তুলায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের আরও চারটি টিম আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অবশেষে আটটি ফায়ার সার্ভিস টিমের একটানা সাড়ে ৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
নুরুল আলম দুলাল বলেন, তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আমাদের টিমগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। শুকনো মৌসুমের শেষ দিক হওয়ায় পার্শ্ববর্তী খাল একেবারে শুকিয়ে গেছে। পাশে পুকুর বা পানির আর কোনো উৎস নেই। ফলে বেশ দূর থেকে পানি এনে আমাদের কাজ করতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। এখনো ছাইভস্মের মধ্যে কিছু আগুন রয়েছে, তবে আর কোনো বিপদের আশঙ্কা নেই। এটি পুরোপুরি নিভে যেতে আরও কিছু সময় লাগবে।
দুলাল আরও বলেন, আমরা সবকিছু দেখেশুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে পারব। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত নেই।
স্থানীয়দের তথ্যমতে, গোডাউনটি এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা মো. লোকমানের কাছ থেকে ভাড়া নিয়ে নিজেদের কাজে ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠান ইউনিট্যাক্স লিমিটেড। কোম্পানিটি সুতা তৈরির কাজে ব্যবহৃত তুলা রাখার জন্য এ গুদাম ব্যবহার করে আসছিল।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবরারুল হক
২ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া
৫ মিনিট আগেকমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেসোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
২০ মিনিট আগে