সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কারখানা পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম কামরুন নাহার রুমীর আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালত পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ। তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন জিজ্ঞাসাবাদের জন্য শিল্পপতি সান্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে সীমা অক্সিজেন কারখানার পরিচালক সান্টুকে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প-পুলিশ তদন্ত করছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার দুই নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে। আজ তাঁদের রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।’
ওসি আরও বলেন, ‘বিস্ফোরণে বিধ্বস্ত ওই কারখানার প্ল্যান্টে অক্সিজেন সিলিন্ডার রাখার অনুমোদন ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেখানে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ব্যাপক পরিমাণে অননুমোদিত কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডার মজুত করে রেখেছিল। অনিয়মের এখানেই শেষ নয়, কারখানাটিতে ছিল না অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। কারখানা চালুর পর কখনো হয়নি অগ্নিনির্বাপণ মহড়া। পাশাপাশি কারখানাটির লাইসেন্স আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।’
প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। দায়িত্বে অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগ এনে ঘটনার ৫৫ ঘণ্টা পর গত শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।
এ ছাড়াও গত সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক, সীমা অক্সিজেন কারখানার তিন মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।
অন্যদিকে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ৯ সুপারিশসহ জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ প্রতিবেদন দাখিল করেন।
আরও পড়ুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কারখানা পরিচালক পারভেজ উদ্দিন ওরফে সান্টুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারিক হাকিম কামরুন নাহার রুমীর আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আদালত পুলিশ পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ। তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ-৩ এর পরিদর্শক মোহাম্মদ শামশুদ্দীন জিজ্ঞাসাবাদের জন্য শিল্পপতি সান্টুর সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে সীমা অক্সিজেন কারখানার পরিচালক সান্টুকে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযুক্ত কারখানার অপর দুই পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), আশরাফ উদ্দিন বাপ্পিকে (৪২) গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে শিল্প-পুলিশ তদন্ত করছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রাম নগরী থেকে মামলার দুই নম্বর আসামি পরিচালক সান্টুকে গ্রেপ্তার করেছে। আজ তাঁদের রিমান্ড আবেদন এর প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।’
ওসি আরও বলেন, ‘বিস্ফোরণে বিধ্বস্ত ওই কারখানার প্ল্যান্টে অক্সিজেন সিলিন্ডার রাখার অনুমোদন ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেখানে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ব্যাপক পরিমাণে অননুমোদিত কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন সিলিন্ডার মজুত করে রেখেছিল। অনিয়মের এখানেই শেষ নয়, কারখানাটিতে ছিল না অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা। কারখানা চালুর পর কখনো হয়নি অগ্নিনির্বাপণ মহড়া। পাশাপাশি কারখানাটির লাইসেন্স আছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।’
প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। দায়িত্বে অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগ এনে ঘটনার ৫৫ ঘণ্টা পর গত শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।
এ ছাড়াও গত সোমবার বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক, সীমা অক্সিজেন কারখানার তিন মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন।
অন্যদিকে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কর্তৃপক্ষের অবহেলা ও অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ৯ সুপারিশসহ জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ প্রতিবেদন দাখিল করেন।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১১ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড়...
১৯ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
৩২ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে