Ajker Patrika

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ: ৯ দিনের মাথায় জামিন মিলল সান্টুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮: ১২
অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ: ৯ দিনের মাথায় জামিন মিলল সান্টুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তাঁকে জামিন দেন। 

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৯ মার্চ আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে জামিন দিয়েছেন। 

১৪ মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় নগরীর মুরাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। 

এর আগে ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ও ২৫ জন আহত হন। এ ঘটনায় ৬ মার্চ রাতে আব্দুল কাদের নামে নিহত শ্রমিকের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলায় আসামি করা হয়েছে–সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন সান্টু (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), কারখানার ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, প্রশাসনিক অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে। এদের মধ্যে মামুন উদ্দিন, পারভেজ হোসেন সান্টু ও আশরাফ উদ্দিন বাপ্পি তাঁরা আপন তিন ভাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত