Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তদন্ত কমিটির সময় আরও ২ দিন বাড়ল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২২: ১০
সীতাকুণ্ডে বিস্ফোরণ: তদন্ত কমিটির সময় আরও ২ দিন বাড়ল 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দাখিলের কথা থাকলেও প্রতিবেদন পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। যাতে পূর্ণাঙ্গ ও ফাঁকফোকরহীন একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা যায়।’

গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সাতজন নিহত ও ৩০ জনের মতো আহত হন।

এ ঘটনায় ওই দিনই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তদন্ত কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসি ল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিও আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত