এখনো নিশ্বাস আছে, বাঁচান বাঁচান
কারও হাত পুড়ে অঙ্গার, কারও পা। কারও-বা আবার ঝলছে গেছে পুরো শরীর। এমন মানুষজনকে নিয়ে দু-চার মিনিট পরপর হাসপাতালে ঢুকছে অ্যাম্বুলেন্স। ছুটে যাচ্ছেন স্বজন-সহকর্মী এবং এগিয়ে আসছেন চিকিৎসক-নার্স। তার মধ্য থেকেই হয়তো কেউ চিৎকার করে বলে উঠছেন ‘এখনো নিশ্বাস আছে, বাঁচান বাঁচান’।