অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী
দুর্ঘটনা যে কোনো স্থাপনায় ঘটতে পারে। সীতাকুণ্ডের আইসিডির মতো কাছাকাছি ধরনের বিস্ফোরণ এর আগে দুবাই বন্দরে নোঙর করা একটি কনটেইনার জাহাজে হয়েছে গত বছর। তার আগের বছর বৈরুত বন্দরে ঘটেছে। ঢাকার নিমতলীতে রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণ ঘটেছে। সমস্যা হলো এসব বিস্ফোরণ থেকে আমরা কিছুই শিখিনি।
রাসায়নিক পদার্থ থাকলে ঝুঁকি বেশি থাকবেই। সে ক্ষেত্রে সাধারণ সতর্কতামূলক ব্যবস্থার সঙ্গে কিছু অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা মেনে চললে এবং সে জন্য যথেষ্ট প্রস্তুতি থাকলে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোয় (আইসিডি) প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকখানি কমানো যেত।
সীতাকুণ্ডে যে আইসিডিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্য সামাল দেওয়ার মতো প্রাথমিক প্রস্তুতি ছিল কিনা এখনো জানা যায়নি। এ ছাড়া গত শনিবার রাতে প্রথম আগুন লাগার পর দমকল বাহিনীর যারা সেখানে গেলেন, তাঁরা আইসিডিতে আগুন লাগলে কীভাবে সামাল দিতে হয় সে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন কিনা এবং তাঁরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন কিনা, সেগুলোও বিবেচনার বিষয়।
আরেকটি বিষয় হলো, একই আইসিডিতে সাধারণ পণ্যের সঙ্গে রাসায়নিক পদার্থসহ অতি দাহ্য পণ্য রাখা ও বহন করা অতি বিপজ্জনক ব্যাপার। আমদানি ও রপ্তানি যা-ই হোক না কেন, প্রতিটি চালানে কী আছে, তা কনটেইনার বা অন্য যে কোনো প্রক্রিয়ায় আনা-নেওয়া করা হোক না কেন, আগাম ঘোষণা দেওয়া থাকে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে তালিকা থাকে কোন কনটেইনারে কী আছে। কাজেই শুরুতেই পণ্য ও ঝুঁকির মাত্রা ভেদে আলাদা আলাদা আইসিডিতে সংরক্ষণের ব্যবস্থা করা যায়। কিন্তু চট্টগ্রামে যত্রতত্র আইসিডি গড়ে তোলা হয়েছে এবং প্রায় সব আইসিডিতে সব রকম পণ্য রাখা হয়ে থাকে। এটা খুব বিপজ্জনক।
লেখক: শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুর্ঘটনা যে কোনো স্থাপনায় ঘটতে পারে। সীতাকুণ্ডের আইসিডির মতো কাছাকাছি ধরনের বিস্ফোরণ এর আগে দুবাই বন্দরে নোঙর করা একটি কনটেইনার জাহাজে হয়েছে গত বছর। তার আগের বছর বৈরুত বন্দরে ঘটেছে। ঢাকার নিমতলীতে রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণ ঘটেছে। সমস্যা হলো এসব বিস্ফোরণ থেকে আমরা কিছুই শিখিনি।
রাসায়নিক পদার্থ থাকলে ঝুঁকি বেশি থাকবেই। সে ক্ষেত্রে সাধারণ সতর্কতামূলক ব্যবস্থার সঙ্গে কিছু অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা মেনে চললে এবং সে জন্য যথেষ্ট প্রস্তুতি থাকলে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোয় (আইসিডি) প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকখানি কমানো যেত।
সীতাকুণ্ডে যে আইসিডিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্য সামাল দেওয়ার মতো প্রাথমিক প্রস্তুতি ছিল কিনা এখনো জানা যায়নি। এ ছাড়া গত শনিবার রাতে প্রথম আগুন লাগার পর দমকল বাহিনীর যারা সেখানে গেলেন, তাঁরা আইসিডিতে আগুন লাগলে কীভাবে সামাল দিতে হয় সে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন কিনা এবং তাঁরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন কিনা, সেগুলোও বিবেচনার বিষয়।
আরেকটি বিষয় হলো, একই আইসিডিতে সাধারণ পণ্যের সঙ্গে রাসায়নিক পদার্থসহ অতি দাহ্য পণ্য রাখা ও বহন করা অতি বিপজ্জনক ব্যাপার। আমদানি ও রপ্তানি যা-ই হোক না কেন, প্রতিটি চালানে কী আছে, তা কনটেইনার বা অন্য যে কোনো প্রক্রিয়ায় আনা-নেওয়া করা হোক না কেন, আগাম ঘোষণা দেওয়া থাকে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে তালিকা থাকে কোন কনটেইনারে কী আছে। কাজেই শুরুতেই পণ্য ও ঝুঁকির মাত্রা ভেদে আলাদা আলাদা আইসিডিতে সংরক্ষণের ব্যবস্থা করা যায়। কিন্তু চট্টগ্রামে যত্রতত্র আইসিডি গড়ে তোলা হয়েছে এবং প্রায় সব আইসিডিতে সব রকম পণ্য রাখা হয়ে থাকে। এটা খুব বিপজ্জনক।
লেখক: শিক্ষক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪