হুমায়ুন মাসুদ, সীতাকুণ্ড থেকে
বিস্ফোরণের পর ৩৬ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ থেকে শুরু হওয়া আগুন এখন পর্যন্ত থেমে থেমে জ্বলছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ডিপো এলাকায় গিয়ে দেখা যায়, ডিপোর ডান দিকের অংশে রাখা ৭/৮টি কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছেন। সকাল থেকে ডিপোর ভেতরে উদ্ধারকারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগুনের পাশাপাশি ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সকালে ডিপোতে আরোও একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রক্রিয়া চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনীর একটি বিশেষ দলের সহায়তায় কন্টেইনারগুলো খুলে আগুন নির্বাপণের কাজ চলছে। আমরা এভাবে কাজ করতে পারলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হবে। ইতিমধ্যে আমরা কেমিকেল থাকা কয়েকটি কন্টেইনার চিহ্নিত করেছি। সেগুলো অপসারণ করার প্রক্রিয়া চলছে।’
বর্তমানে বিএম কন্টেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহতদের মধ্যে ৯ জন ফায়াস সার্ভিস কর্মী রয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিস্ফোরণের পর ৩৬ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ থেকে শুরু হওয়া আগুন এখন পর্যন্ত থেমে থেমে জ্বলছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ডিপো এলাকায় গিয়ে দেখা যায়, ডিপোর ডান দিকের অংশে রাখা ৭/৮টি কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন নির্বাপণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছেন। সকাল থেকে ডিপোর ভেতরে উদ্ধারকারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগুনের পাশাপাশি ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সকালে ডিপোতে আরোও একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রক্রিয়া চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনীর একটি বিশেষ দলের সহায়তায় কন্টেইনারগুলো খুলে আগুন নির্বাপণের কাজ চলছে। আমরা এভাবে কাজ করতে পারলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ করা সম্ভব হবে। ইতিমধ্যে আমরা কেমিকেল থাকা কয়েকটি কন্টেইনার চিহ্নিত করেছি। সেগুলো অপসারণ করার প্রক্রিয়া চলছে।’
বর্তমানে বিএম কন্টেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহতদের মধ্যে ৯ জন ফায়াস সার্ভিস কর্মী রয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাজধানীর উত্তরায় দিনদুপুরে মোহাম্মদ দুলাল (৩৮) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি, ছিনতাইয়ের দেড় লাখ টাকাসহ মো. ফরিদুল ইসলাম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ মিনিট আগেচিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
১২ মিনিট আগেআবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
১৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১৯ মিনিট আগে