নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সীতাকুণ্ডের দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে ঘটনার তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
সীতাকুণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সীতাকুণ্ডের যে ঘটনা, আবারও আমাদের গোটা জাতির বিবেককে নাড়া দিয়ে গেল। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার ব্যাপারে শোক প্রকাশের ভাষাই আমাদের জানা নেই।’
সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘কতটা দায়িত্বজ্ঞানহীন (সরকার) হলে, কতটা অযোগ্যতা থাকলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই সরকার, জনগণের কাছে যাদের কোনো জবাবদিহি নেই, কোনো কর্তব্যবোধ নেই, কোনো দায়িত্ববোধও নেই। সোজা কথায় একটা দায়িত্বহীন সরকার। জনগণের প্রতি যে ন্যূনতম একটা দায়িত্ববোধ, একদমই নেই, একেবারেই নেই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের সক্ষমতা একটা জায়গায়, জনগণের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, ভাবের জগতে বাস করা। যখন দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তখন তাদের মন্ত্রীরা বলেন যে, দেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাচ্ছে। এখানে মানুষের অভাব নেই, মানুষ মোটা চাল খায় না, সরু চাল খায়। তারা যে কতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে, মূল বিষয়টা থেকে দূরে সরে গেছে, আলাদা জগতে বাস করছে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের অবকাঠামো কিছু তারা (সরকার) তৈরি করেছে। কিন্তু সেই সঙ্গে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা নেই। তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতি করা, এগুলোই তাদের মূল লক্ষ্য। জনগণের নিরাপত্তার জন্য, তাদের ভালো রাখার জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’
রাজনীতি সম্পর্কিত পড়ুন:
সীতাকুণ্ডের দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে ঘটনার তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
সীতাকুণ্ডের দুর্ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সীতাকুণ্ডের যে ঘটনা, আবারও আমাদের গোটা জাতির বিবেককে নাড়া দিয়ে গেল। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার ব্যাপারে শোক প্রকাশের ভাষাই আমাদের জানা নেই।’
সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘কতটা দায়িত্বজ্ঞানহীন (সরকার) হলে, কতটা অযোগ্যতা থাকলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই সরকার, জনগণের কাছে যাদের কোনো জবাবদিহি নেই, কোনো কর্তব্যবোধ নেই, কোনো দায়িত্ববোধও নেই। সোজা কথায় একটা দায়িত্বহীন সরকার। জনগণের প্রতি যে ন্যূনতম একটা দায়িত্ববোধ, একদমই নেই, একেবারেই নেই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের সক্ষমতা একটা জায়গায়, জনগণের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, ভাবের জগতে বাস করা। যখন দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, তখন তাদের মন্ত্রীরা বলেন যে, দেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাচ্ছে। এখানে মানুষের অভাব নেই, মানুষ মোটা চাল খায় না, সরু চাল খায়। তারা যে কতটা দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে, মূল বিষয়টা থেকে দূরে সরে গেছে, আলাদা জগতে বাস করছে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের অবকাঠামো কিছু তারা (সরকার) তৈরি করেছে। কিন্তু সেই সঙ্গে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা নেই। তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতি করা, এগুলোই তাদের মূল লক্ষ্য। জনগণের নিরাপত্তার জন্য, তাদের ভালো রাখার জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই।’
রাজনীতি সম্পর্কিত পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
২ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে