বানের ক্ষত বুকে নিয়ে জাগছে জনপদ
পানি কমছে সুরমা ও কুশিয়ারায়। সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে দিনে দিনে। জেগে ওঠা জনপদে দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির হিসাব। সরকার-প্রশাসন যখন ক্ষতির হিসাব কষছে, মানুষ তখন মেলাচ্ছে সামনের দিনের চিত্র। বহু মানুষের বাড়িঘর বিধ্বস্ত। দুবেলা খাবারের ব্যবস্থা করাই এখন যাদের জন্য কষ্টকর, তারা বাড়িঘর ঠ