Ajker Patrika

প্রধানমন্ত্রীকে পুড়িয়ে মারার হুমকি, সিলেটে যুবক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯: ৪৫
প্রধানমন্ত্রীকে পুড়িয়ে মারার হুমকি, সিলেটে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রল ও অকটেন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে এমন হুমকি দেন সিলেটের বিয়ানীবাজারের মোল্লাপুরের মহি উদ্দিন মান্না (২৫) নামের ওই যুবক। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

গতকাল রোববার রাতে পুলিশ বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে তার মালিকানাধীন চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তার হওয়া যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ। মহি উদ্দিন মান্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

ওসি হিল্লোল বলেন, ‘তেলের দাম বাড়ানোর কারণে সম্প্রতি সে নিজ টিকটিক আইডিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গালিগালাজ করে। বিষয়টি স্থানীয় ছাত্রলীগ নেতাদের দৃষ্টিগোচর হলে তারা বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে গ্রেপ্তার করে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে টিকটকে দেওয়া ভিডিও বার্তায় মান্না বলেন, ‘শেখ হাসিনা যে পেট্রল আর যে অকটেনওর দাম বাড়াইছ নানি ওউ অকটেন আর পেট্রল দিয়া তরে জ্বালাইমু মনে থাকে যেনো ওউ কথাটা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত