Ajker Patrika

পরিবহনে যাত্রী-শ্রমিক বিতণ্ডা

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৩: ৪৪
পরিবহনে যাত্রী-শ্রমিক বিতণ্ডা

সিলেট জেলার বিভিন্ন পথে গণপরিবহনে কার্যকর হয়েছে নতুন ভাড়া। যাত্রীদের অভিযোগ, তালিকা না টাঙিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে কয়েকটি পথে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটেছে।

তবে সব পথেই আগের তুলনায় গত দুদিন যাত্রী কম ছিল। গত শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত শনিবার রাতেই গণপরিবহনে ভাড়া বাড়ানো হয়। গতকাল রোববার সকাল থেকেই নতুন ভাড়ায় চলা শুরু করে গণপরিবহন।

গতকাল রোববার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গত শনিবারের মতো গতকাল রোববারও সিলেটে গণপরিবহনের সংখ্যা কম ছিল। কম ছিল যাত্রীও। অফিস-আদালত খোলা থাকলেও মহানগরীর সড়কগুলোয় গণপরিবহনের চাপও কম ছিল।

পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, ভাড়ার চার্ট এখনো তৈরি না হওয়ায় দু-একটি পরিবহন আগের রেটেই ভাড়া নিচ্ছে। তবে যে সব রুটে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে সেসব রুটে যাত্রীরা ঝামেলা করছেন। যাত্রীরা আগের ভাড়াই দিতে চাচ্ছেন। তবে বুঝিয়ে বলার পর যাত্রীরা টাকা বাড়িয়ে দিচ্ছেন।

জকিগঞ্জ থেকে চিকিৎসার জন্য মহানগরীতে এসেছেন পারভেজ আলম। তিনি বলেন, ‘কালকে রাতে ভাড়া বাড়ানো হয়েছে। আজই তারা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। চার্ট টাঙানোর আগেই আমাদের কাছে নতুন ভাড়া চাচ্ছে। এখন চার্ট ছাড়া আমি বুঝব ক্যামনে সঠিক ভাড়া কত?’

একইভাবে বলেন কানাইঘাট থেকে জরুরি প্রয়োজনে আসা কামরুল হাসানও। তিনি বলেন, ‘সরকারিভাবে ভাড়া বাড়ানো হয়েছে। আমরা তো দিতে বাধ্য। কিন্তু তাড়াহুড়ো কেন? আপনারা গাড়িতে চার্ট লাগান। এরপর চার্ট দেখিয়ে বাড়তি ভাড়া চাইলে সবাই দেবে।’

যাত্রী কম থাকার বিষয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘একদিকে গরম, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব। দুটি বিষয় মিলে সড়কে যাত্রী কম। তবে আশা করছি, দু-এক দিনের মধ্যে অবস্থা আগের মতো হয়ে যাবে।’ বাড়তি ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘বেশি ভাড়া আদায়ের ক্ষেত্রে আমরা যাত্রীসাধারণের বিরক্তির কারণ হতে চাই না। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে ভাড়াও বাড়িয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তাই বাধ্য হয়ে আমরাও বাড়তি ভাড়া নিচ্ছি। তবে মালিক সমিতি এখনো নতুন ভাড়ার চার্ট বানিয়ে দেয়নি। রাতে দেওয়ার কথা রয়েছে। আগামীকালের (আজ সোমবার) মধ্যে পেয়ে গেলে প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টানানো থাকবে।’

মইনুল ইসলাম আরও বলেন, যাত্রীরাও নতুন ভাড়ার চার্ট দেখতে চান। জকিগঞ্জ পথে বাড়তি ভাড়া আদায় করতে কিছুটা ঝামেলার মধ্যে পড়েছেন চালক-শ্রমিকেরা। কয়েকজন যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। তবে বুঝিয়ে বলার তাঁরা ভাড়া দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত