অস্থির চালের বাজার, অভিযান
সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকার ঐশী রায়। প্রতি সপ্তাহে ৫ থেকে ১০ কেজি করে চাল কেনেন। গতকাল বুধবার চাল কিনতে গিয়ে বিক্রেতার সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায় তাঁর। কারণ, এক সপ্তাহ আগে যে চাল ৫২ টাকা কেজিতে কিনেছেন, সেই চালের দাম এখন ৬০ টাকা।