ঈদের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দরজিরা
নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেড়েছে দরজিদের কর্মব্যস্ততা। নতুন পোশাক তৈরির জন্য দিন-রাত টানা কাজ করছেন তাঁরা। দরজিরা বলছেন, করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদে তেমন কাজের ব্যস্ততা ছিল না। তাঁদের প্রত্যাশা গত দুই বছরের লোকসানের কিছুটা এবার সমন্বয় করতে পারবেন।