Ajker Patrika

শত্রুতার বিষে পুকুরে মরে ভেসে উঠল মাছ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ৫৯
শত্রুতার বিষে পুকুরে  মরে ভেসে উঠল মাছ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে বিষ দিয়ে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুকুরটির মালিক ওই এলাকার মো. মমিন মিয়া। মমিন মিয়ার দাবি, শত্রুতা করে কে বা কারা এই কাজ করেছে তা তিনি জানেন না। এতে তাঁর ৬০ হাজার মাছের পোনা মারা গেছে।

এ নিয়ে জানতে চাইলে মমিন বলেন, ‘গত বুধবার দিবাগত রাতে আমি পুকুরে এসে দেখি হাজার হাজার মাছের মরা পোনা পুকুরের পানিতে ভাসছে। আমার ৩টি পুকুরের সব পোনা মাছ এই পুকুরে রাখা ছিল।’

মমিনের স্ত্রী নাঈমা আক্তার সুমা বলেন, ‘আমাদের সঙ্গে শত্রুতা করে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে জানি না। এতে আমার স্বামী নিঃস্ব হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই ক্ষতি কাটানোর জন্য প্রশাসনের কাছে সহায়তা চাইছি।’

মোবাইল ফোনে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের যোগাযোগ করা হলে, তাঁরা ক্ষতিগ্রস্ত এই মৎস্যজীবীকে সুযোগ সাপেক্ষে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত